Utkorsho
Utkorsho

প্রজন্ম হোক অন্যরকম...

অন্যরকম গ্রুপের একটি উদ্যোগ (EdTech)। উৎকর্ষ অনলাইনে তোমাদের জন্য ফুল একাডেমিক ও ভর্তি পরীক্ষার বিভি কোর্স চালু করতে যাচ্ছে। এখন থেকে তোমরা অনলাইনেই তোমাদের পরীক্ষার পূর্নাঙ্গ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ্‌। তোমরা জানো উদ্ভাসের মাধ্যমে আমরা বেশ দীর্ঘ সময় ধরে তোমাদের সাথে কানেকটেড। আমাদের প্রায় ৩০ বছরের দীর্ঘ শিক্ষা দানের অভিজ্ঞতার আলোকে উৎকর্ষকে সাজিয়েছি। সেক্ষেত্রে অনলাইনে তোমরা যেসকল একাডেমিক সাপোর্ট বিভিন্ন জায়গা থেকে নিতে গিয়ে হাপিয়ে উঠেছো তাদের জন্য উৎকর্ষ হতে পারে একটি স্বস্তির জায়গা। এখানে আমরা তোমাদের ক্লাসগুলো এমনভাবে সাজিয়েছি যে তোমরা তোমাদের নিজেদের রুটিন মাফিক পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারবে। প্রত্যেকের জন্য তার অবস্থান অনুযায়ী কার্যকরী গাইডলাইনসহ যত ধরণের সাপোর্ট প্রয়োজন সেটা আমরা উৎকর্ষের মাধ্যমে মেটাতে চেষ্টা করবো। উৎকর্ষের এপটা তোমার মোবাইলে থাকা মানে সার্বক্ষণিক তুমি তোমার পথেই থাকা। তবে তাই বলে এপ ডাউনলোড করে নিষ্ক্রিয় অবস্থায় রেখে দিয়ে উত্তম ফলাফলের আশা করা যাবে না। জানো তো, কিছুই ফ্রিতে মিলে না। আর পরিশ্রম যতো বেশি, সেই পরিশ্রমের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ততোবেশি মধুর হয়।


বিষয়টা এমন না যে আমরা শুধুমাত্র তোমাদের ভালো ফলাফলের কথা চিন্তা করে সারাদিন রাত শুধু পড়ার কথা বলে অতিষ্ঠ করে দিব। উৎকর্ষ বরং আর একটু গভীরে গিয়ে ভেবেছে! আমরা তোমাদের পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে সাথে নজর রাখবো তোমার মানসিক স্বাস্থ্যেরও। আর এই কারণেই মানসিক ভাবে চাঙা রাখতে আমরা আমাদের লেসনগুলোতে পর্যাপ্ত অনুসঙ্গ যুক্ত করেছি। তোমাদের প্রত্যেকের জন্য থাকবে স্বতন্ত্র রিপোর্টিং সিস্টেম এবং সাজেশন। সেক্ষেত্রে তুমি সবার সাথে তাল মেলাতে গিয়ে খেই হারিয়ে ফেলার সম্ভাবনা কম। জানো তো “অনেকের সাথে চলার লোভে ভুল পথে যাওয়ার চেয়ে সঠিক পথে একা হাটা উত্তম”। তাই কখন কোন সিদ্ধান্তটা তোমার জন্য সঠিক সেটা বুঝে তোমাকে আগাতে হবে। আর যেহেতু আমাদের কাছে তোমার সমস্ত রেকর্ড থাকছে তাই তোমার সিচুয়েশন বুঝে তৎক্ষণাৎ তোমাকে সময়োপযোগী পরামর্শ দেয়ারও ব্যবস্থা থাকবে। তবে শুরু করা যাক?

আগামীর জন্য, অন্যরকম প্রজন্ম...

মানুষ বিখ্যাত হয় তাঁদের চিন্তার গভীরতার জন্য। মানুষের চিন্তাই হাজার বছরের কুসংস্কার দূর করে, তৈরি করে নতুন কিছু অথবা জুলুম-নির্যাতনের শৃঙ্খল ভাঙে। একটি জটিল অংক কয়েকবার ভুল করে যখন সঠিক উত্তরে পৌঁছাই তখন পেছনে তাকালে দেখতে পাই কত ভাবেই না তা সমাধানের জন্য চেষ্টা করেছি। তাই চিন্তা করা যোগ্য মানুষ হওয়ার একটি আবশ্যকীয় গুণ। চিন্তার ফল সব সময় নগদ পাওয়া যাবে না, লেগে থাকতে হবে। অসফল হলেই চেষ্টা করা বন্ধ করে দেয়া যাবে না, কারণ এটা সমাধান নয়। হতে পারে পরের চেষ্টাই পূর্বের সকল অপ্রাপ্তিকে ম্লান করে দিবে।

মানুষ যতক্ষণ পর্যন্ত সমস্যা সমাধানে লেগে থাকে ততক্ষণ পর্যন্ত সে ব্যর্থ নয়। গবেষণা বলে, কেউ যদি কোনো বিষয়ে যথাযথাভাবে ১০,০০০ ঘন্টা সময় দেয় তবে সে সেই বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সুতরাং বুঝাই যাচ্ছে লেগে থাকা সফলতার অন্যতম শর্ত।

আত্মবিশ্বাস অনেক অসাধ্যকে সাধন করতে পারে। তাই মানুষ যখন বিশ্বাস করে- সম্ভব নয়, তখন সে পারে না। যেদিন বিশ্বাস করে- সম্ভব, সেদিন থেকেই সে সফলতার কাছাকাছি যেতে থাকে। কিন্তু চিন্তা করার ক্ষমতা, লেগে থাকার অভ্যাস এবং আত্মবিশ্বাসী হয়েও সে সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই মূল্যবোধহীন শিক্ষা অপূর্ণ। মূল্যবোধের ধারণা গভীর এবং দৃঢ় না হলে চিন্তা করে- লেগে থেকে – পরিশ্রম করে একজন মানুষ যোগ্য ‘মানুষ’ হওয়ার বদলে ‘ক্ষতিকর মানুষ’ হয়ে উঠতে পারে।

সমস্যা হলো, মূল্যবোধ এর শিক্ষা বই পড়ে হয় না। মূল্যবোধের সৃষ্টি ও বিকাশ সাধিত হয় চর্চার দ্বারা, আশেপাশের মহান মানুষদের অনুসরনে। অন্যথায় “ভাল-মন্দ, ভুল-সঠিক” বোধ তৈরি হয় না, অথচ এটা সবচেয়ে বেশি জরুরী। মুল্যবোধহীন মানুষদের মধ্যে যে যত বেশি শিক্ষিত, পৃথিবীর জন্য সে ততবেশি ক্ষতিকর। তাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য অর্জন করতে হলে বা যোগ্য মানুষ হতে হলে আমাদের উক্ত ৪টি গুণ নিজেদের মধ্যে ধারণ করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন না করি তবে পড়ালেখার মত সুন্দর বিষয়টিও আমাদের শিক্ষার্থীদের কাছে- হয় অত্যাচার, নয় কদাকার মনে হবে। আর শিক্ষার্থীরা যাতে তাঁদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্য দিয়েই উপরিউক্ত গুনগুলো অর্জন ও ধারণ করতে পারে – এ লক্ষ্য সামনে রেখেই উৎকর্ষের পথ চলা...

উৎকর্ষের পথচলায় সারথিরা

তোমাদের জন্য এই আয়োজন তৈরীতে যাঁরা আমাদের পথনির্দেশক